• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শফিকুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২১
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শফিকুল
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শফিকুল ।। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শফিকুল বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

গেল ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহা. শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

শফিকুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: হিলিতে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
---------------------------------------------------------------

শফিকুল ইসলাম ১৯৮৯ সালে অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

চাকরি জীবনে তিনি পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ, কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ও ঢাকা রেঞ্জের ডিআইজি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান, সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হিসেবে দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি একাধিকবার বিপিএম পদকে ভূষিত হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh