• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাঠ্যবইয়ে ভুলের সঙ্গে জড়িতরা রেহাই পাবেন না : শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৭, ১২:০৭

পাঠ্যবইয়ে যারা ভুল করেছেন তারা রেহাই পাবেন না। এরইমধ্যে কয়েকজনকে ওএসডি করা হয়েছে। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভুলের কারণ অনুসন্ধানে দু’টি কমিটি কাজ করছে। আমাদের ভুল হতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই। বড় ভুল সংশোধনে কাজ চলছে। সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করি।

তিনি বলেন, মন্ত্রণালয়ের ১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দিয়ে একটি কমিটি করা হয়েছে। এ কমিটির কাছ থেকে ৭ কর্মদিবসের মধ্যে সার্বিক রিপোর্ট পাবো। এনসিটিবি’র কমিটির প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২ জনকে ওএসডি করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়ে আমরা ব্যবস্থা নেবো। এজন্য নেতিবাচক প্রচারণা না চালাতে অনুরোধ করছি।

মন্ত্রী বলেন, পাঠ্যসূচির বিষয়ে হেফাজত ইসলামের দাবিকে প্রাধান্য দেয়া হয়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেয়া হয়েছে।

নাহিদ বলেন, প্রাথমিকের বইগুলো বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত। এগুলোর জন্য আন্তর্জাতিক টেন্ডারের দরকার হয়। তাই বইগুলো পেতে সময় লাগে।

ওয়াই/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh