• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, হাসপাতালের বেডে বাবা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬
ডেঙ্গুতে মৃত্যু
ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, হাসপাতালের বেডে বাবা

ডেঙ্গুতে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে খাদিজা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত খাদিজার বাবা ইসমাঈল হোসেন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শিশু খাদিজাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খাদিজার চাচা মো. ইব্রাহীম জানান, হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় গেল ৮ সেপ্টেম্বর শিশুটিকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রক্ত পরীক্ষা করলে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরদিন তার বাবাও জ্বরে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয় এবং তারও ডেঙ্গু শনাক্ত হয়।

তিনি আরও বলেন, খাদিজার অবস্থার আজ অবনতি হলে বিকেলে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। পরে ঢামেকে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ
X
Fresh