• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭৩৫ জন ভর্তি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৫৩ জন রোগী। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

এসব রোগীর মাঝে রাজধানীতে ভর্তি হয়েছেন ২৯৪ জন। এছাড়া ঢাকায় বাইরে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৫৯।

বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৭২ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৯৮ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ১ হাজার ৫৭৪ জন ভর্তি আছেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : মিয়ানমারে রোহিঙ্গাদের গ্রাম গুড়িয়ে বানানো হয়েছে সরকারি ভবন
---------------------------------------------------------------------

জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৭ হাজার ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৪ হাজার ৭১৪ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
X
Fresh