• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাতিরঝিলে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক শতাধিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩
হাতিরঝিলে কিশোর গ্যাং বিরোধী অভিযান
হাতিরঝিলে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক শতাধিক

কিশোর গ্যাং কালচার প্রতিরোধে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় শতাধিক কিশোরকে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, গ্যাং কালচার বিরূপ আকার ধারণ করেছে। কয়েকজন অভিভাবক ও স্কুল পড়ুয়া তরুণী ইভটিজিং শিকার ও বেপরোয়া আচরণের অভিযোগ করেছেন। পরে হাতিরঝিল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক কিশোরকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের পরিচয়সহ অভিযোগের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে যাচাই-বাছাই চলছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই চিকিৎসক বাবার মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে হামলার শিকার চিকিৎসক বাবা
কিশোর গ্যাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার
X
Fresh