• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিজিএমইএ নেতাদের নতুন বাজার তৈরির তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩
বিজিএমইএ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পোশাক খাতকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি আপনাদেরও (পোশাক ব্যবসায়ী) নতুন নতুন বাজার তৈরি করতে হবে।

পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র নবনির্বাচিত সদস্যরা বুধবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, কিছু লোক অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হন। তারা আমাকে রাজনৈতিকভাবে ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান। কিন্তু শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতি ত্বরান্বিত হয় না। এটিও বাস্তবতা। সে জন্য একদিকে আমরা কৃষিকেও গুরুত্ব দিই আবার শিল্পকেও গুরুত্ব দিই।

-------------------------------------------------------------------------
আরো পড়ুন: বেইমানদের স্বাভাবিক মৃত্যু হয় না: কাদের
-------------------------------------------------------------------------

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ঢাকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ। এসময়, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

ঢাকায় অনুষ্ঠিত ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা, আইওরা সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা আসেন মোহাম্মদ জাবেদ জারিফ।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh