• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণ: ৩ দিনের রিমান্ডে আসামি নাহিদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০
তরুণীকে ধর্ষণ
চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণ

ঢাকার শ্যামলীর একটি বাসায় চাকরি দেয়ার প্রলোভনে এক তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি নাহিদ পাটোয়ারিকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর হাকিম মইনুল হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার ওসি আবুল কালাম আজাদ আসামি ফাহিম আহমেদ ফয়েজকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেসবুকে বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদনের পর ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার হলে ওই এক তরুণী শেরেবাংলা নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলায় নাহিদ পাটোয়ারি ও ফাহিম আহমেদ ফয়েজ নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

-------------------------------------------------------------------------
আরো পড়ুন: কারাগার থেকে বের হলেন মিন্নি
-------------------------------------------------------------------------

ফয়েজকেও তিনদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। গতকাল তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ফের পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। পরে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর না করে ফয়েজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
৭ দিনের রিমান্ডে কেজরিওয়াল
সাংবাদিক মাসউদ হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে
রিমান্ড শেষে কারাগারে সহপাঠী আম্মান
X
Fresh