• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘দপ্তরগুলো যথাযথ দায়িত্ব পালন করছে না বলেই জনস্বার্থে হাইকোর্ট নির্দেশনা দিচ্ছে’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২

রাষ্ট্রের বিভিন্ন দপ্তর যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেই জনস্বার্থে হাইকোর্টকে একের পর এক নির্দেশনা দিতে হচ্ছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতার অপব্যবহার হলে হাইকোর্ট ভূমিকা রাখেন। এতে রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তারা সতর্ক ও সচেষ্ট হন। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইবতেদার আহমেদ এসব কথা বলেন।

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণ, খাদ্যপণ্যে ভেজাল রোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ, নদী দখল-দূষণ রোধ, ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধসহ সম্প্রতি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে বিভিন্ন নির্দেশনা দেন হাইকোর্ট।

প্রশ্ন হচ্ছে এসব সমস্যা সমাধানে রাষ্ট্রের একাধিক সংস্থা কর্মরত থাকলেও বারবার কেন আদালতকেই নির্দেশ দিতে হচ্ছে।

এ বিষয়ে মতামত ব্যক্ত করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইবতেদার আহমেদ।

অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ভারতসহ অন্য দেশেও এমন হয়। হাইকোর্টের এমন নির্দেশনা সরকারের পরিপূরক হিসেবে কাজ করে।

হাইকোর্টের দেয়া আদেশকে সাংঘর্ষিক হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন সরকারদলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনস্বার্থে ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের নির্বাহী বিভাগকে আরো সচেষ্ট হওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এন্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু, ফের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান প্রসঙ্গে যা বললেন হাইকোর্ট
X
Fresh