• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের দাম বাড়ছেই, কমছে সবজির (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৯, ১৮:২৯

হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। বাজারে সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা। এদিকে, সবজির দাম কিছুটা কমলেও অনেকটাই বেশি ইলিশসহ অন্যান্য মাছের দাম। ব্রয়লার মুরগির দাম পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

দেশে এক বছরে পেঁয়াজের চাহিদা ২৪ লাখ মেট্রিকটন। এর মধ্যে ১৭ থেকে ১৮ লাখ টন উৎপাদন করে চাহিদা মিটিয়ে থাকেন দেশের চাষীরা। বাকিটা আসে আমদানি করা ভারতীয় পেঁয়াজ থেকে।

ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে দেশি ও ভারতীয় পেঁয়াজের উৎপাদন কমেছে। সঙ্গে কমেছে আমদানিও। ফলে দাম বাড়ছে।

এদিকে, সরবরাহ ভালো থাকায় কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম।

বাজারে মাছ প্রচুর থাকলেও দাম কমছে না। বিশেষ করে ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে হাজার টাকার ওপরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে পাঁচ টাকা।

গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশ টাকায়। খাসির মাংস সাড়ে সাতশ আর ছাগলের মাংস সাড়ে ছয়শ টাকা। বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
X
Fresh