• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আগস্ট মাসেই ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৫০ হাজার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৯, ১৯:৩৩

আগস্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৫০ হাজার রোগী। এছাড়া চলতি বছর সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৪১০ জন রোগী।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১ আগস্ট সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৯ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা গত বছর অর্থাৎ ২০১৮ সালে সারা বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যার প্রায় পাঁচগুণ।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, মাস অনুযায়ী জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে মাসে ১৯৩, জুনে ১ হাজার ৮৮৪, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ এবং আগস্টে (২৯ আগস্ট পর্যন্ত) ৪৯ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩ হাজার ২০০ জন অর্থাৎ ৯২ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫২ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে এপ্রিলে ২, জুনে ৫, জুলাইয়ে ২৮ ও চলতি আগস্ট মাসে ১৭ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

এদিকে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৫২৪ এবং ঢাকার বাইরে ৬৬৫ জন ভর্তি হন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh