• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজ সংসদের দক্ষিণ প্লাজায় মোজাফফর আহমদের প্রথম জানাজা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৯, ০৯:৫৯

উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, মু‌জিবনগর সরকা‌রের উপদেষ্টামণ্ডলীর মধ্যে বেঁচে থাকা সর্বশেষ সদস্য, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রধান অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদন শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কিছু সময় রাখা হবে।

এরপর দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার আরেকটি জানাজা অনুাষ্ঠত হবে।

শনিবার রাতেই মরদেহ নেয়া হবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদের গ্রামের বাড়িতে। সেখানে রোববার সকাল ১০টায় তাকে দাফন করা হবে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিষয়টি জানিয়েছেন।

এর আগে অধ্যাপক মোজাফফর আহমদ শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh