• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জেলা শহরগুলোতে ডেঙ্গু রোগী বাড়ছে, কমছে রাজধানীতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৯, ০১:২৯
ডেঙ্গু রোগী জেলা শহর
এডিস মশা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরাতেই মারা গেছেন দুজন। এদিকে জেলা শহরগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও রাজধানীতে কিছুটা কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে মার যান কুলখালী গ্রামের শাহানারা খাতুন। আর বৃহস্পতিবার রাতে জেলার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কালীগঞ্জ উপজেলার মাদ্রাসাছাত্র আলমগীর গাজী।

এছাড়া রাজধানীর, ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক নারী এবং শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৪৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সংখ্যা গত সপ্তাহের তুলনায় কম বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক।

তবে রাজধানীর বাইরে এখনও ডেঙ্গু রোগী বাড়ছে। গেল ২৮ ঘণ্টায় দুজনের মৃত্যুসহ কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছে ৪৩৮ জন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন।

সিরাজগঞ্জে, ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জায়গা সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে রোগী রাখতে হচ্ছে।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকি বেশি থাকে। এক্ষেত্রে সতর্ক থাকা ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ডি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
X
Fresh