• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুর্নীতি তদন্ত: হাইকোর্টের তিন বিচারপতি কার্য বিরতিতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৯, ১২:০২
কার্য বিরতি
হাইকোর্টের তিন বিচারপতি কার্য বিরতিতে বিচারপতি

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুপ্রিমকোর্ট।

অভিযোগ ওঠা বিচারপতিরা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

সুপ্রিমকোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতির নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও আজকের তালিকায় তিন বিচারপতির নাম রাখা হয়নি।

জানা গেছে, দুর্নীতির অভিযোগ ওঠায় এই তিন বিচারপতিকে আপাতত তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তিন বিচারপতির দুর্নীতির অভিযোগ এবং কাজ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে ব্যক্তিগত কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি।

তিনি বলেন, তিন বিচারপতির বিষয় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির এখতিয়ার।


আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বাঁধন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh