• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুর্নীতি তদন্ত: হাইকোর্টের তিন বিচারপতি কার্য বিরতিতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৯, ১২:০২
কার্য বিরতি
হাইকোর্টের তিন বিচারপতি কার্য বিরতিতে বিচারপতি

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুপ্রিমকোর্ট।

অভিযোগ ওঠা বিচারপতিরা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

সুপ্রিমকোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতির নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও আজকের তালিকায় তিন বিচারপতির নাম রাখা হয়নি।

জানা গেছে, দুর্নীতির অভিযোগ ওঠায় এই তিন বিচারপতিকে আপাতত তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তিন বিচারপতির দুর্নীতির অভিযোগ এবং কাজ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে ব্যক্তিগত কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি।

তিনি বলেন, তিন বিচারপতির বিষয় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির এখতিয়ার।


আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এন্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু, ফের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান প্রসঙ্গে যা বললেন হাইকোর্ট
X
Fresh