• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মশা মারতে চিরুনি অভিযান চলছে (ভিডিও)

আরটিভি রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৯, ২৩:১০

এডিস নিধন এবং বিশেষ পরিচ্ছন্নতা বাস্তবায়নের উদ্দেশ্যে ওয়ার্ডভিত্তিক চিরুনি অভিযান কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। উত্তরের প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে বিভক্ত করে ডেঙ্গু নির্মূলে অভিযান পরিচালনা করা হবে।

প্রতিটি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান, খোলা জায়গা, বাণিজ্যিক ভবন সম্পূর্ণরূপে পরিষ্কার ও এডিস মশার লার্ভা ধ্বংস করা হবে বলে জানিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। আর এডিস মশা নির্মূলে জনসচেতনতার ওপর জোর দিচ্ছেন তারা। এদিকে এডিস মশা নিধনে দুই সিটি করপোরেশনের নেয়া পদক্ষেপের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে হাইকোর্ট।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের দীর্ঘ তিন ঘণ্টার অভিযানে প্রায় বেশির ভাগ বাড়িতেই দেখা মেলে এডিস মশার লার্ভার। পরে এসব বাড়ির মালিককে হুঁশিয়ারি দেয়া হয় ও বাড়িতে স্টিকার লাগিয়ে দেয়া হয়।

বাড়ি বাড়ি অভিযানের সময় গেট বন্ধসহ নানা বাধার মুখে পড়তে হয় পরিচ্ছন্ন কর্মীদের। এসময় একজন দারোয়ানকেও আটক করা হয়।