কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল এক বছর
প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ১৯:১০ | আপডেট: ২১ আগস্ট ২০১৯, ১০:৫৪

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে, গেল ৬ মার্চ এই মামলায় হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রলবোমায় একটি বাসের কয়েকজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। পরে এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করা হয় এবং পরে ও খালেদা জিয়াকে মামলার আসামি দেখানো হয়।
আরো পড়ুন:
এসএস