• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৯, ১৬:৩২
মিন্নিকে কেন জামিন দেয়া হবে
মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল ।। ফাইল ছবি

রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

২৮ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও তার টিমের সদস্যরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।

-----------------------------------------------------------------
আরো পড়ুন: ট্রেনের পরিত্যক্ত বগিতে মরদেহ: ধর্ষণের পর হত্যা
-----------------------------------------------------------------

এর আগে গতকাল ১৯ আগস্ট মিন্নির জামিন আবেদনের আংশিক শুনানি হয়। ওই দিনের শুনানি শেষে আদালত রিফাত হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার আগেই মিন্নির দোষ স্বীকারসংক্রান্ত বিষয়ে বরগুনার এসপি কখন সংবাদ সম্মেলন করেন তা জানতে চান। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মঙ্গলবারের মধ্যে সম্পূরক আবেদন দিতে বলা হয় ও পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh