logo
  • ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫ (ভিডিও)

শরিয়ত খান
|  ১৯ আগস্ট ২০১৯, ১৯:৩২ | আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৩৭
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সারাদেশে ছয় জনের মৃত্যু হয়েছে। রাজধানীতে এক শিশু ও এক তরুণী, বাকি চারজন খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ফরিদপুর  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ছয়শ ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে উত্তর সিটি কর্পোরেশন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গুজ্বরে ৪ জেলায় ৫ জনের মৃত্যু
----------------------------------------------------------------

ঈদের ছুটি শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে, ১৭ই আগস্ট ভর্তি হন ৪৩ জন আর ১৮ই আগস্ট  ৫২ জন। চিকিৎসকরা মশা নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাতশ ছাড়িয়েছে। মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৫০তে। ফরিদপুর হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ৪১৪ জন রোগী। কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫১ জনে দাড়িয়েছে। অন্যান্য জেলার অবস্থাও প্রায় একই।

এ পরিস্থিতিতে শুধু কর্তৃপক্ষ নয় এডিস মশা নির্মুলে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

রাজধানীর মাহখালী বাস টার্মিনাল এলাকায় মশা নিধনে সচেতনতামূলক কার্যক্রম চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। পরিত্যক্ত শত শত টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায়, পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।পরিচ্ছন নগরী গড়তে সবার সহযোগিতা চান ঢাকা উত্তর সিটির মেয়র।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়