• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশি নিহত, চালক গ্রেপ্তার (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৯, ২০:১৮

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল শুক্রবার দিনগত রাত ১টা ৫০মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শেক্সপিয়ার সরণি ও লাউডন স্ট্রিটের সংযোগস্থলে একটি মার্সিডিজ গাড়ির সঙ্গে জাগুয়ার গাড়ির সংঘর্ষে তারা নিহত হন।

জানা গেছে, ওই সময় প্রচণ্ড বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশে কিয়স্কের ছাউনির নিচে দাঁড়িয়ে ছিলেন তিন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে দুজনকে ধাক্কা মারে জাগুয়ার গাড়িটি। ওই ঘটনার পর জাগুয়ারের চালক আরসালান পারভেজকে গ্রেপ্তার করা হয়।

শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তদন্তে নেমে ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানতে পেরেছে, শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের দিক থেকে মিন্টো পার্কের দিকে যাচ্ছিল মার্সিডিজ গাড়িটি। তখন এমপি বিড়লা তারামণ্ডলের দিক থেকে প্রচণ্ড গতিতে আসছিল জাগুয়ার গাড়িটি। এসময় গাড়িটি সিগনাল ভেঙে প্রথমে সরাসরি মার্সিডিজ গাড়িটিকে ধাক্কা মারে। পরে জাগুয়ার গাড়িটি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা ট্রাফিক কিয়স্কে।

পুলিশ জানিয়েছে, জাগুয়ার গাড়িটি সরাসরি কিয়স্কে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়ির চাকায় পিষে যায় দুই পথচারী। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরসালান। অন্যদিকে মার্সিডিজ গাড়িটির এয়ার ব্যাগ খুলে গেলেও আহত হয় চালক।

পরে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত দুই বাংলাদেশি পথচারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে জাগুয়ার গাড়ির চালক আরসালানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

অন্যদিকে নিহত ওই দুই বাংলাদেশির একজনের নাম কাজি মোহাম্মদ মনিরুল আলম (৩৬) ও অপরজনের নাম তানিয়া (২৮) বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যেই বাংলাদেশ হাইকমিশন ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে মাটিচাপায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি
নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
X
Fresh