• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গুতে আজও দুইজনের মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ আগস্ট ২০১৯, ১৮:১৬
ডেঙ্গু

সারাদেশে এখনও বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর ও ঝিনাইদহে শনিবার মারা গেছে দুইজন।

আজ সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ ছাত্র সুমন মারা যায়। সুমনের বাসা মাগুরা জেলার চাঁদপুর গ্রামে। ঝিনাইদহে ডেঙ্গুতে মারা গেছে ট্রাকের হেলপার মিজানুর রহমান। প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

অপরদিকে মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি আছেন ৯০ জন। এদিকে সিরাজগঞ্জে আরও ১৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। পটুয়াখালীতে নতুন করে ১৯ জনসহ মোট ৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh