• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৯, ১২:০০
আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবার
বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবার

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, মিরপুরে চলন্তিকা মোড়ের পাশে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০ থেকে ৬০০ ঘর পুড়ে গেছে। বস্তিতে ক্ষতিগ্রস্ত মোট পরিবারের সংখ্যা প্রায় তিন হাজার।

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।

রেজাউল করিম বলেন, বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘরই কাঁচা ছিল, ফলে কিছু ঘর দেবে গেছে এবং ঘরের চালা চাপা পড়েছে। তাই ধ্বংসস্তূপ অপসারণে আমাদের সময় লাগছে। ওই ধ্বংসস্তূপের নিচে কোনও ভিকটিম আছে কিনা আমরা সার্চিং করে দেখছি।

তবে বস্তিতে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেননি তিনি। তিনি বলেন, অনুসন্ধান শেষে আগুনের উৎস নিশ্চিত করে বলা যাবে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ফেরার সময়ও ট্রেনের শিডিউল বিপর্যয় (ভিডিও)
---------------------------------------------------------------------

তিনি বলেন, বস্তির এন্ট্রি পয়েন্ট একটি এবং সরু গলির কারণে বস্তি পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি যায়নি। যার ফলে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। পানির সংকট ছিল। আমরা গাড়ির মাধ্যমে এবং আশপাশের গার্মেন্টস থেকে পানি নিয়ে কাজ করেছি।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত একটি বস্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ভয়াবহ আগুন লাগে। পরে রাত সোয়া ১০টার দিকে ২১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
X
Fresh