• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফেরার সময়ও ট্রেনের শিডিউল বিপর্যয় (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৯, ১১:১১

ঈদ শেষে রাজধানীতে ফিরতেও ট্রেনে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছেন যাত্রীরা।

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে কমলাপুর রেলওয়ে গিয়ে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে এসে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর ৪টা ৫০ মিনিটে কমলাপুর আসার কথা ছিল। তবে এটি আসার সম্ভাব্য সময় ছিল ১০টা ২০ মিনিট। খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ভোর ৫টা ৪০ মিনিটে কমলাপুর আসার কথা থাকলে এটি সকাল ১০ টায় আসার কথা বলা হয়।

রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস সকাল ৬টা ৫ মিনিটে কমলাপুর আসার কথা ছিল। তবে সেটির আসার সম্ভাব্য সময় দেয়া হয়েছে বিকেল সাড়ে ৩টায়। চিলহাটী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে আসার কথা ছিল। পরে সেটি আসার সম্ভাব্য সময় দেয়া হয়েছে বেলা ১১টা।

পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে কমলাপুর আসার কথা থাকলেও সেটি বেলা সাড়ে ১১টায় স্টেশন পৌঁছানোর কথা বলা হয়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল ইসলাম জানান, ফিরতি পথে যাত্রীদের চাপের কারণে ট্রেন আসতে বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের আগে ট্রেনের শিডিউল বিপর্যয়
শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে মেট্রোরেল
ঘন কুয়াশায় ঢাকার আকাশ থেকে ফিরে গেল তিন ফ্লাইট
ঘন কুয়াশা : হায়দারাবাদ ও কলকাতায় নামল ঢাকার ৪ ফ্লাইট
X
Fresh