• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কমছে চামড়া রপ্তানি (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৯, ১৪:২৫

গেল দুই বছরে ১৭ ভাগ কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। ব্যবসায়ীদের দাবি ঢাকা থেকে ট্যানারি স্থানান্তরে সময় বেশি লাগা ও পরিবেশগত আন্তর্জাতিক সনদ অর্জন করতে না পারাসহ আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমে আসায় প্রভাব পড়েছে রপ্তানির ওপর।

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের বছর থেকেই টান পড়েছে চামড়া রপ্তানিতে। ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’র তথ্য বলছে, ২০১৬-১৭ অর্থবছরে যেখানে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ১২ কোটি ৩০ লাখ ডলার, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে কমে হয়েছে ১০ কোটি ৮০ লাখ ডলার। আর গেল অর্থবছরে তা ঠেকেছে ১০ কোটি ২০ লাখ ডলারে।

ব্যবসায়ীদের দাবি গত বছরের প্রায় অর্ধেক চামড়া এখনো বিক্রিই হয়নি। এছাড়া শিল্পের স্বার্থে ট্যানারি স্থানান্তর করা হলেও তা হয়েছে পরিকল্পিতভাবে। যার মাশুল এখন গুণতে হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

এমন পরিস্থিতি চলতে থাকলে ব্র্যান্ড ভ্যালুতে ধস নামবে বলে মনে করেন সিপিডির রিসার্চ ফেলো অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান।

চামড়া শিল্প বিশেষজ্ঞ জালাল উদ্দিন বলেন, রপ্তানির বিপর্যয় কাটিয়ে ওঠতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। শিল্প বাঁচাতে এখন প্রয়োজন ‘লেদার কাউন্সিল গঠন’।

এছাড়া চামড়াজাত পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন বাজার খোঁজারও পরামর্শ বিশেষজ্ঞদের।

জিএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh