• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ আগস্ট ২০১৯, ১৫:৫৪
ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
ঢামেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহতের নাম মৌসুমী বেগম (২৫)। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাসা তালতলা মোল্লাপাড়ায়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারী ডেঙ্গু জ্বর নিয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সরকারীভাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বেসরকারিভাবে এর সংখ্যা আরও অনেক বলো জানা যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh