• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

নির্ধারিত দামেই চামড়া কিনবে ট্যানার্স অ্যাসোসিয়েশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৯, ১৮:৪৭
চামড়া কিনবে ট্যানার্স অ্যাসোসিয়েশন
নির্ধারিত দামেই চামড়া কিনবে ট্যানার্স অ্যাসোসিয়েশন

অবিলম্বে নির্ধারিত দামে কাঁচা চামড়া কিনবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

আজ বুধবার (১৪ আগস্ট) বি‌কে‌লে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ল‌তিফ বকসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা চামড়া নিয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। এ নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে পূর্বনির্ধারিত সময় অর্থাৎ ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া ক্রয় শুরু করার অনুরোধ জানায়।

মন্ত্রণালয়ের অনুরোধে চলমান পরিস্থিতি বিবেচনা করে ট্যানার্স অ্যাসোসিয়েশন কাঁচা চামড়া ক্রয় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা চামড়ার গুণ যাতে নষ্ট না হয়, সেজন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য চামড়া ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই অনুরোধ জানায়।

এজন্য বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে।


আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার
৯০ বছর ধরে সংরক্ষিত বইয়ের মানব চামড়ার মলাট সরিয়ে নিলো হার্ভার্ড
পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ৩
আশা জাগিয়েও নেতিবাচক প্রবৃদ্ধির বৃত্তে আটকে যাওয়ার শঙ্কা 
X
Fresh