logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭

সাভার চামড়া শিল্প নগরী: ১৬ বছরেও শেষ হয়নি উন্নয়ন কাজ (ভিডিও)

  আরটিভি রিপোর্ট

|  ১৩ আগস্ট ২০১৯, ১২:৪৯ | আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৬:১১
১৬ বছরেরও শেষ হয়নি সাভারের চামড়া শিল্প নগরীর উন্নয়ন কাজ। ১৭৫ কোটি টাকার প্রকল্প এখন ঠেকেছে এক হাজার ৭৮ কোটি টাকায়। তারপরও প্রস্তুত হয়নি চামড়ার কঠিন বর্জ্য ফেলার স্থান, পুরোদমে চালু হয়নি প্রধান বর্জ্য পরিশোধনাগারও। এলাকার পরিবেশ দূষণের পাশাপাশি বর্জ্য মিশছে ধলেশ্বরী নদীতে। 

চামড়া শিল্পের বিশেষ নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জায়গা, কঠিন বর্জ্য ফেলার স্থান ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার। সরেজমিনে দেখা যায়, নগরীর পশ্চিম পাশের ডোবায় এখনও ফেলা হচ্ছে চামড়ার বিষাক্ত কঠিন বর্জ্য। ফলে, দূষিত হচ্ছে নতুন এই শিল্প নগরী।

নগরীর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। চায়নিজ কোম্পানির এই প্রকল্পের কাজ দেড় বছরে শেষ করার কথা থাকলেও তা পাঁচ বছরেও শেষ হয়নি। নির্মাণ খরচ ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা।

সিইটিপি নির্মাণে পরামর্শক বুয়েটের অধ্যাপক দেলোয়ার হোসেনও স্বীকার করেন, প্রকল্প নির্মাণে গলদ রয়েছে।

সিইটিপি সবগুলো মডিউল পুরোদমে চালু না হওয়ায়, নদীতে মিশছে বিষাক্ত পানি।

বিসিকের প্রকল্প পরিচালক জিতেন্দ্র নাথ পাল জানান, আগামী বছরের মাঝামাঝি শেষ হবে প্রকল্পের কাজ।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৫১৯৯০ ৩৬৬৮৭৭ ৬৪৪৮
বিশ্ব ৬০৩২৫২৬৯ ৪১৭২৯৫৩৩ ১৪১৮৯৯২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়