• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাসার এসি বিস্ফোরণ: মৃত্যুর কাছে হার মানলেন দগ্ধ লিটন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৯, ১৯:৩৬
এসি বিস্ফোরণ
বাসার এসি বিস্ফোরণ: মৃত্যুর কাছে হার মানলেন দগ্ধ লিটন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় বাসার এসি বিস্ফোরণে দগ্ধ মনিরুজ্জামান লিটন (৩৮) মারা গেছেন।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

এর আগে গেল ৫ আগস্ট (সোমবার) ভোরে এসি বিস্ফোরণে লিটনসহ তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ বাকি তিনজন হলেন- স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে লিটন মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এছাড়া টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে হিট স্ট্রোকে ৫ জনের মৃত্যু
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
X
Fresh