• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুরবানির বর্জ্য অপসারণ শুরু

আরটিভি অনলাইন

  ১২ আগস্ট ২০১৯, ১৬:৪০
বর্জ্য অপসারণ
কুরবানির বর্জ্য অপসারণ শুরু ।। ছবি: সংগৃহীত

রাজধানীতে কুরবানি পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার পর থেকে এ কার্যক্রম পুরোদমে শুরু করে দুই সিটি করপোরেশন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় কুরবানির বর্জ্য অপসারণ করবে ঢাকার দুই সিটি করপোরেশনের ১৪ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

আজ রাজধানীর উত্তরায় বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি বলেন, দুটো চ্যালেঞ্জ আমাদের সামনে। এক, হাটের বর্জ্য অপসারণ করা, দুই কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা। আমরা আগে কাজ করতে চাই। তাই এতদিন কোনও সময় বলিনি। তবে আমরা আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে অন্তত শহরে কুরবানি হওয়া পশুর অপসারণ করে ফেলব।

আতিক বলেন, কিছু ওয়ার্ড থেকে আমরা এরই মধ্যে খবর পাচ্ছি যে, বর্জ্য অপসারণ প্রায় শেষ। বিকেলের মধ্যেই বেশিরভাগ ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়ে যাবে। আমাদের ৩৬৭টি ট্রাক প্রায় এক হাজার ৬০০ টন বর্জ্য নিয়ে আমিনবাজার ল্যান্ডফিল এ পৌঁছেছে।

এর আগে এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেছেন, ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশন এলাকায় কুরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানিতে অ্যাসিড, কর্ণফুলীতে সুগার মিলের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ
নোবিপ্রবিতে যেন ময়লার ভাগাড়, দ্রুত অপসরণের দাবি শিক্ষার্থীদের
অনিয়ম দেখেই ঘটনাস্থলে মন্ত্রী, করলেন লাখ টাকা জরিমানা
X
Fresh