• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ খুশির ঈদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ আগস্ট ২০১৯, ০২:৫৪
ঈদ, আনন্দ, মুসলিম

আজ পবিত্র ঈদুল আজহা। প্রতিটি মুসলমানের ঘরে ঘরে খুশির আনন্দ। তবে দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় ঈদ উদযাপনে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।

মহান আল্লাহ নবী হযরত ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য তার একমাত্র ছেলে হযরত ইসমাইলকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। নবী ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্মরণে সচ্ছল মুসলিমরা এ দিনটিতে পশু কুরবানি করে থাকেন।

সারা দেশের মুসলিমরা সকালে ঈদগাহে নামাজ আদায় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত শেষে বাড়ি ফিরবেন এবং পশু কুরবানি দিবেন।

রাজধানী ঢাকা, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানসহ সারা দেশে ঈদের জামাত আয়োজনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।