• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেষ দিনে হাটে দাম পড়ে গেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৯, ১৮:৪২

গেলো কয়েক দিনের তুলনায় আজ রোববার কোরবানীর হাটে পশুর দাম পড়ে গেছে। বিক্রেতারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ বেশি মুনাফার আশায় গরু ছাড়ছেন না বিক্রেতারা।

তবে গত দুই দিনের তুলনায় আজকে সকাল থেকে গরুর দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।

রাজধানীর গাবতলীর ঘুরে দেখা গেছে গত দুই দিনের তুলনায় সকাল থেকে ক্রেতা কম। হাট ভর্তি গরু। চলছে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি। আর শেষ মুহূর্তের ঝুঁকি না নিয়ে অল্প লাভেই গরু বিক্রি করে দিচ্ছেন বেপারিরা।

কুষ্টিয়ার ইবি থেকে গরু নিয়ে আসা বেপারি সাঈদ আরটিভি অনলাইনকে জানান, গরুর দাম নেই বললেই চলে। গতকাল যে গরুর দাম এক লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত বলেছে; আজকে ওই গরু সোয়া লাখে বিক্রি করতে হচ্ছে।

এদিকে পশু কিনতে আসা সিফাত সারোয়ার নামের এক ক্রেতা জানান, গতকাল রাতে গরু কিনতে এসেছি। রাত্রে বেপারিরা গরু বিক্রি করেন, অযথা বাড়তি দাম চেয়েছেন। রাতের তুলনায় সকালে গরুর দাম কিছুটা কমেছে। সকালে ৭৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। কুরবানির গরু কিনতে পেরে ভালোই লাগছে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh