• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তীব্র যানজটে দুর্ভোগ, মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সাংবাদিকদের মারধর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৯, ১৬:৪০
যাত্রী
যাত্রীরা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট কদিন থেকেই। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে তবেই মিলছে মুক্তি। এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন যাত্রীরা। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

রোববার (৮ আগস্ট) সকালে মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, শিবপুর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এছাড়াও ভোররাতে বঙ্গবন্ধু সেতুর একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো লাখো মানুষ। এ সময় তারা সড়কে নেমে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আরটিভি অনলাইনকে জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় গাড়ি টানতে শুরু করেছে। আশা করি কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল শুরু হবে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
---------------------------------------------------------------------

এদিকে, তীব্র যানজট বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ ও ক্যামেরাপার্সন আরিফুল ইসলামসহ কর্তব্যরত কয়েকজন সাংবাদিক যানজটে আটকা বিক্ষুব্ধ যাত্রীদের হামলার শিকার হয়েছেন। এছাড়া সময় টিভির কাদির তালুকদারকে ধাওয়া করেছে একদল। ইন্ডিপেনডেন্টের মামুনুর রহমান মিয়াকে একঘণ্টা আটকে রাখা হয়েছিল।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh