• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্ধারিত অঞ্চলে শিল্প স্থাপনে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:৩৬

কৃষি জমি ও পরিবেশ রক্ষায় নির্ধারিত অঞ্চলে শিল্প স্থাপনে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরিচালনা পরিষদের পঞ্চম সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। সভায় ৪টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেয়া হয়।

অনুমোদন দেয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী ও কিশোরগঞ্জ।

প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে বিনিয়োগকারীদের নির্ধারিত অঞ্চলেই শিল্প স্থাপন করতে হবে। এসব অঞ্চলে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

তিনি বলেন, উন্নয়নের জন্য বেসরকারি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। কিন্তু সুযোগ-সুবিধা নিয়ে বেসরকারি বিনিয়োগকারীরা কৃষি জমিতে যথেচ্ছা শিল্প স্থাপন করছে।

সভায় মন্ত্রী পরিষদের সদস্য, সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বেসরকারি শিল্পের মালিক ও শ্রমিক নেতারা ছিলেন।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh