logo
  • ঢাকা শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬

শিডিউল বিপর্যয়ে শুক্রবারের পদ্মা এক্সপ্রেস ছাড়লো শনিবার

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১০ আগস্ট ২০১৯, ১৩:১১ | আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৩:৩৬
পদ্মা এক্সপ্রেস
নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়েছে পদ্মা এক্সপ্রেস।
দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ে পড়েছে। নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়েছে পদ্মা এক্সপ্রেস। 

স্টেশন সূত্র জানিয়েছে, পদ্মা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে। 

কিন্তু শুক্রবার দুপুরে টাঙ্গাইলে সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে যায়। 

এতে শুক্রবার রাতের ট্রেন শনিবার সকাল ১০টা ১০ মিনিটে কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।

ট্রেনটি কমলাপুর স্টেশনের পৌছানোর পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে ট্রেনে অত্যাধিক যাত্রী থাকায় ভেতরে-ছাদে তিল ধরনের ঠাই ছিল না। 

প্রচণ্ড গরমে যাত্রীদেরও বেশ দুর্ভোগে পড়তে দেখা গেছে 

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়