• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা পাড়ে আটকে আছে সাড়ে পাঁচশ' গাড়ি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ আগস্ট ২০১৯, ১২:৫৫

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় প্রায় সাড়ে পাঁচশ' গাড়ি আটকে আছে। পদ্মা পারের অপেক্ষায় ক্ষণ গুণছে এসব গাড়ির আরোহীরা। আটকে থাকা গাড়ির বেশিরভাগই প্রাইভেট কার ও ট্রাক।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও সোয়া তিনশ' স্পিডবোট দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে।

তিনি আরও জানান, পদ্মার পরিস্থিতি এখন একটু ভালো। তাই দ্রুত পার করা যাচ্ছে। আশা করছি, জট দুপুরের মধ্যেই কমে আসবে।

অতিরিক্ত যাত্রী নিয়ে পার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় দেখার জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, আনসার, রোভার স্কাউট ও মেডিকেল টিম ঘাটে সার্বক্ষণিকভাবে কাজ করছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh