• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়: ‌র‌্যাব মহাপরিচালক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ আগস্ট ২০১৯, ১৫:১৬
র‌্যাব

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিজস্ব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যা বেশি নয়। যারা রয়েছে তারাও ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। আশা করবো ভারতের আভ্যন্তরীণ বিষয় কিংবা কাশ্মীর নিয়ে দেশে কেউ পানি ঘোলা করার চেষ্টা করবেন না। এরপরও যদি কেউ সে চেষ্টা করে তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর কারওরান বাজারে শুক্রবার দুপুরে বিএসইসি ভবনে র‌্যাবের মিডিয়া সেন্টারে ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, কাশ্মীর দেশের সমস্যা নয়, বিষয়ও নয়। সেটি নিয়ে দেশে অনাকাঙ্ক্ষিত, অযাচিত ঝামেলা সৃষ্টির চেষ্টা করলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ঈদে পশুরহাটে চাঁদাবাজিসহ অতিরিক্ত অর্থ আদায় ঠেকানো, অজ্ঞানপার্টির দৌরাত্ম্য ও জাল টাকার ব্যবহার রোধ এবং ও বাসা-বাড়ির নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানান তিনি।

ডেঙ্গু রোধে সবাইকে পরিচ্ছন্ন ও সচেতন হওয়ারও পরামর্শ দেন র‌্যাব মহাপরিচালক।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
X
Fresh