• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নদী অশান্ত: এবারও লঞ্চে ঈদে বাড়ি ফিরবেন লক্ষাধিক মানুষ (ভিডিও)

আরটিভি রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৯, ১৫:৫২

ভরা বর্ষায় অশান্ত নদীতে লঞ্চে করে এবারের ঈদে বাড়ি ফিরবেন দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ। নদীপথের ডুবোচর ও বালুবাহী বাল্কহেডগুলো লঞ্চমাস্টারদের চিন্তা বাড়াচ্ছে। দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ ও ওভারটেক না করার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।

ভরা বর্ষায় দেশের আকাশে সক্রিয় মৌসুমি বায়ু। ফলে এবারের ঈদে উত্তাল নদীতে তীব্র বাতাস আর ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে, নৌযানগুলোকে দেশের দক্ষিণাঞ্চলে যেতে হবে।

স্বাভাবিক সময়ে নদীতে দিনে অনুমতি থাকলেও রাতে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ। কিন্তু বাল্কহেডগুলো এ আইন মানে না। সন্ধ্যা ও রাতে সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সময়ও বাল্কহেডগুলো ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে।

ঈদে যাত্রীদের বাড়তি চাপের সুযোগ কাজে লাগাতে অনেক পুরনো ও ক্রুটিপূর্ণ লঞ্চ ঠিক কোরে রেখেছেন মালিকরা। নিষিদ্ধ হওয়ার পরও প্রতি বছরই অতিরিক্ত যাত্রীবোঝাই করে লঞ্চগুলো সদরঘাট থেকে ছেড়ে যায়। ভরা বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকায় লঞ্চগুলোকে অতিরিক্ত যাত্রী নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
X
Fresh