• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ০৬ আগস্ট ২০১৯, ১০:৫৫
বাংলাদেশি, যুক্তরাষ্ট্র, সন্ত্রাসী হামলায় নিহত
ছবি: নিজস্ব

যুক্তরাষ্ট্র মিশিগানে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দীর্ঘদিন হসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার সালেহ আহমদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বছরের ১৬ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ক্লিংগার স্ট্রিটে হামলার শিকার হয়েছিলেন সালেহ আহমদ।

ওইদিন তিনি কাজের জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা এক দুষ্কৃতকারী গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলার শিকার সালেহ আহমদ দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, সালেহ আহমদের গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকসি গ্রামে। তার বাবার নাম মাওলানা আব্দুর রাজ্জাক।

এদিকে মরহুমের জানাজার নামাজ স্থানীয় সোমবার বাদ মাগরিব মসজিদ আল ফালাহে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে।

আরো পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
X
Fresh