• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জ মহাসড়কে ১৬ কিলোমিটার দীর্ঘ যানজট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৯, ০৪:১৪
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মহাসড়কের ১৬ কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে যানজট শুরু হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দিনগত রাত বারোটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ যানজট দেখা গেছে।

এ কারণে মুলিবাড়ী বাইপাস ও নলকা বাইপাস দিয়ে শত শত যানবাহন সিরাজগঞ্জ শহরে প্রবেশ করছে এবং এই পথ দিয়েই যাতায়াত করছে।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজট দেখা দেয়। রাত গভীর হতেই যানজটের তীব্রতা বেড়ে যায়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
সিরাজগঞ্জে একসঙ্গে জন্ম নেওয়া ৪ নবজাতকের মৃত্যু
সিরাজগঞ্জে ব্রিজের গার্ডার ধস, নিহত ১
X
Fresh