• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্য ডেঙ্গুমুক্ত হবে রাজধানী: সাঈদ খোকন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৯, ২২:৪৫
ডেঙ্গুমুক্ত হবে রাজধানী
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্য ডেঙ্গুমুক্ত হবে রাজধানী ।। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সরকারি সব সংস্থা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু মুক্ত হতে পারব বলে আশা করছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে লক্ষ্যমাত্রা হিসেবে আমরা চিহ্নিত করেছি।

আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের নাগরিকরা ক্রমেই সচেতন হয়ে উঠছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য বর্তমানে দুটো জিনিস জরুরি। একটি হচ্ছে সংস্থার উদ্যোগ, আর অপরটি জনগণের সচেতনতা এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল প্রমুখ।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh