• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঈদে অতিরিক্ত ভাড়া নেয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৯, ১৯:১২
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ঈদে অতিরিক্ত ভাড়া নেয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা ।। ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না। অতিরিক্ত ভাড়া নেয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে কোনও ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীরা যেন চলাচল না করেন এবং সেসব গাড়িতে পশু না উঠানো হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কারণ ফিটনেসবিহীন গাড়িগুলো মহাসড়কের যেকোনো জায়গায় থেমে যায়। যার কারণে অন্যান্য গাড়ি চলাচলের গতি কমে যায়।

ওবায়দুল কাদের আরও বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর কাজ অতিরিক্ত জনবল নিয়ে দ্রুত মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া টঙ্গী-গাজীপুর সড়কে বিআরটির কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
‘আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
X
Fresh