• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যারা চাঁদাবাজি করবেন, তারা কারওয়ান বাজার ছেড়ে চলে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ আগস্ট ২০১৯, ১৬:২২
কারওয়ান বাজার

যারা চাঁদাবাজি করবেন, তারা কারওয়ান বাজার থেকে চলে যাবেন। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সরকার আসার আগে প্রতি মাসে একটি করে খুন হতো। প্রতি মাসে কেউ না কেউ খুন হয়েছে, যার মূল কারণ ছিল অবৈধ ব্যবসা ও চাঁদাবাজি। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি।

তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা এই হত্যা বন্ধ করেছি। আমরা চাঁদাবাজি বন্ধ করেছি। তারপরও কিছু কিছু আমাদের কানে আসে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, যাঁরা চাঁদাবাজি করবেন, তারা কারওয়ান বাজার ছেড়ে চলে যাবেন। কোনো চাঁদাবাজ কারওয়ান বাজারে থাকতে পারবে না।

---------------------------------------------------------------
আরো পড়ুন:‘এখন থেকে জরিমানা আদায়ে চালক-গাড়ির কাগজ জব্দ করা হবে না’
---------------------------------------------------------------

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কারওয়ান বাজার এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছে। সেই অবস্থা আমরা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমরা এখানে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি হতে দেব না। আসন্ন ঈদ উপলক্ষে আমরা সবাই সজাগ থাকব।

তিনি আরও বলেন, কারওয়ান বাজারে যেন ভালো পরিবেশ বজায় থাকে, এ আহ্বান রাখব ব্যবসায়ীদের প্রতি। যখনই কোনো চাঁদাবাজি হবে পুলিশকে জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা হবে। যে চাঁদাবাজি করবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই কথাটা বলার একটি কারণ আছে। গত দুই দিনে আমার বাসায় নানা ধরনের অভিযোগ আসছে। সেই অভিযোগের সূত্র ধরেই আমি এটা বলছি।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’
দ্রুত শেষ হবে পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
‘গত বছর এক লাখ ২০ হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার’
X
Fresh