• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রেলের গতি কমাচ্ছে হাটবাজার, আড্ডাবাজি, পিকনিক স্পট, অনুমোদনহীন রেলক্রসিং (ভিডিও)

আরাফাতুর রহমান, আরটিভি

  ০৪ আগস্ট ২০১৯, ১২:২১

রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করা, রেলসেতুতে বসে আড্ডা দেয়া বা রেললাইনের পাশে গরু-ছাগল চড়ানোর কারণে, ট্রেনের স্বাভাবিক গতি কমে যায়। বাধা হয়ে দাঁড়ায়, অনুমোদনহীন লেভেল ক্রসিং, হাটবাজার, পিকনিক স্পট বা রেললাইন ধরে মানুষের চলাফেরাও।

এসব কারণে স্বাভাবিক গতিতে শহর এলাকায় ট্রেন চলতে না পারায় নির্ধারিত সময় থেকে পিছিয়ে পড়তে হয়।

প্রতিদিন বিকেলে রেললাইনের দুইধার যেন চিত্তবিনোদনের কেন্দ্র হয়ে উঠে।

ট্রেন আসছে। ভ্রুক্ষেপ নেই। রেললাইনের ওপরে দাঁড়িয়েই চলছে ভিডিও ধারণ। উদ্দেশ্য ফেইসবুকে দিয়ে নিজেকে বীর প্রমাণ করা! এমন অবস্থায় অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তাই, চালকদের বাধ্য হয়ে গতি কমিয়ে সাবধানে ট্রেন চালাতে হয়।

আবার, বিকেলবেলা রেলসেতুতে বসে আড্ডা যেন নিত্য ঘটনা! এজন্যও বেঁধে দেয়া গতিতে চলতে পারেন না লোকোমাস্টাররা। আর একটু পরপর হাট-বাজার তো আছেই!

শহরের ভেতরের আরেক সমস্যা- অনুমোদিত লেভেল ক্রসিং। ফলে সবসময়ই দুর্ঘটনা এড়াতে সাবধান থাকতে হয় ট্রেনচালকদের।

রাজধানীর মগবাজার, মালিবাগ বা এফডিসির সামনের লেবেল ক্রসিংগুলোতে মানুষের যেন তর সয় না। ট্রেন আসতে দেখলে তাড়া আরো বেড়ে যায়! এমনকি শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতেও, চিন্তা হয় না!

একটি আন্তঃনগর ট্রেনকে, কমলাপুর থেকে তেজগাঁও রেলস্টেশন পার হতে সময় বেঁধে দেয়া হয়েছে ১২ মিনিট। কিন্তু শাহজাহানপুর, মগবাজার ও এফডিসি ক্রসিংগুলোতে মানুষের ছুটোছুটির কারণে ট্রেন সঠিক গতিতে চলতে পারে না। এতে সব ট্রেনেরই বাড়তি সময় লাগে।

এজন্য, জনগণকে আরো সচেতন এবং নিজের প্রতি দায়িত্ববান হতে বললেন রেলমন্ত্রী নজরুল ইসলাম সুজন।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনে উঠে গেল বাস, প্রাণে বাঁচল হাজারও যাত্রী 
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ট্রেনের ভাড়া বাড়ছে ৪ মে থেকে
রেলস্টেশনে বসেছে ভেন্ডিং মেশিন, যাত্রীরাই কাটবে নিজের টিকিট
X
Fresh