• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশের সঙ্গে প্র‌তিমুহূ‌র্তে যোগাযোগ রাখ‌ছি‌: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৯, ১০:১৮
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ।। ছবি: সংগৃহীত

লন্ডন থেকে নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। তিনি বলে‌ন, আমি লন্ডন বা যেখা‌নেই থাকি না কেন, দে‌শের সঙ্গে প্র‌তিমুহূ‌র্তে যোগাযোগ রাখি, রাখ‌ছি‌। দে‌শের সংকটে আমি সর্বোচ্চ খেয়াল রাখি।

লন্ডনের সেন্ট্রাল হলে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বলেন, জা‌তির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকা‌বিলা ক‌রে কীভা‌বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যা‌বে, সেই পরিকল্পনা নিয়েছি। প্রজন্মের পর প্রজন্ম যেন এক‌টি সুখি সুন্দর বাংলাদেশ পায়, সেটাই আমার লক্ষ্য।

তিনি বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। যে আদর্শ নিয়ে জাতির পিতা একদিন দেশ স্বাধীন করেছিলেন তার বাস্তবায়নই আমার একমাত্র লক্ষ্য। জাতির পিতা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে আমি মৃত্যুকেও ভয় পাই না।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : রেলের গতি কমাচ্ছে হাটবাজার, আড্ডাবাজি, পিকনিক স্পট, অনুমোদনহীন রেলক্রসিং
---------------------------------------------------------------------

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে মানুষ। কিন্তু অপপ্রচার চালিয়ে যারা মানুষের ক্ষতি করে তাদের সম্পর্কে সবার সচেতন থাকা উচিত।

শেখ হাসিনা ভাষণের শুরুতে ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার তার মা-বাবা, ভাই এবং তাদের স্ত্রীসহ অন্যান্য পরিবারের সদস্যদের স্মরণ করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে যান। তিনি বলেন, জাতির পিতার খুনিদের শাস্তি না দিয়ে জিয়াউর রহমান তখন খুনিদের পুরস্কৃত করেন। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদের শুধু দায়মুক্তিই দেননি উপরন্তু বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন।

সম্প্রতি দেশের ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন ছাড়াও তার দলীয় কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মাঠে রয়েছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরী‌ফের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারু‌কের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh