• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এডিস মশার বংশ বিস্তার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ (ভিডিও)

আরটিভি রিপোর্ট

  ০৩ আগস্ট ২০১৯, ১১:৫৩

এডিস মশার বংশ বিস্তার নিয়ে মুখোমুখি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও তার বাসিন্দারা। পাল্টাপাল্টি অভিযোগের আঙ্গুল উভয় দিকে। নগরবাসী বলছেন, সিটি করপোরেশনের স্থবিরতা কারণে মশা বাড়ছে। আর মেয়র বলছেন, অসচেতন নগরবাসীর উদাসীনতায় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তরার আজমপুরে পরিচ্ছন্নতা অভিযানে নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সঙ্গে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

পরে ফুটপাতে কিছু লোক দেখানো লিফলেট বিতরণ শেষে পাশের একটি নার্সারিতে অভিযান চালায় মেয়রের নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রীও। নার্সারি থেকে বের হয়ে ব্যস্ততার অজুহাতে চলে যান মন্ত্রী। আর মেয়র চলে যান কয়েকবাড়ি ঘুরে।

সিটি করপোরেশনের এমন তৎপরতায় কতটা সন্তুষ্ট এলাকাবাসী জানতে বেশ কিছু বাড়িতে খোজ নেয় আরটিভি টিম। নগর কর্তৃপক্ষের প্রতি অন্তহীন অভিযোগ উত্তরাবাসীর।