• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৯, ১৯:২৪
ঈদুল আজহা

আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

আমাদের গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েল জানিয়েছেন, গাইবান্ধা পুরােনো জেলখানার সামনে থেকে জিলহজ মাসেন চাঁদ দেখা গেছে।

অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১১ আগস্ট। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা পালন করা হয়। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

গত বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ পালিত হতে পারে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
X
Fresh