• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৬৪ জেলাতেই ছড়িয়েছে ডেঙ্গু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ আগস্ট ২০১৯, ১১:৫০
ডেঙ্গু
বাংলাদেশের ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তবে সরকারি হিসেবে এখনও ৬৩ জেলাতে বলা হচ্ছে।

বাংলাদেশের ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তবে সরকারি হিসেবে এখনও ৬৩ জেলাতে বলা হচ্ছে।

সবশেষ নেত্রকোনাতেও ডেঙ্গু রোগী পাওয়া গেছে। সেখানকার সিভিল সার্জন ৫ জন ডেঙ্গু রোগীর কথা জানিয়েছেন গণমাধ্যমগুলোকে।

বুধবার (৩১ জুলাই) বিকেল নাগাদ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে একজন মোহনগঞ্জ উপজেলার আর বাকিরা সবাই জেলা শহরের। তারা রাজধানী থেকে এই অসুখ নিয়ে এসেছেন বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পরীক্ষার ব্যবস্থা না থাকায় ফিরে গেছেন বেশ কয়েকজন।

সরকারি পরিসংখ্যান সেলের তথ্যানুযায়ী, ৩১ জুলাই, বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১৮৩। আর প্রাণঘাতী এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা তিনগুণের বেশি।

আরও পড়ুন

এসজে/ এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
X
Fresh