• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদে ট্রেনের টিকিট পেতে যাত্রীদের নানা অভিযোগ (ভিডিও)

আরাফাতুর রহমান

  ৩১ জুলাই ২০১৯, ২২:৫০

অ্যাপসে টিকেট না পাওয়া, কাউন্টারে টিকিট বিক্রির ধীরগতি, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো রেলের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন।

কাঙ্খিত টিকিট না পেয়ে পরের দিনের টিকিটের জন্য লাইনে দাঁড়াতেও দেখা গেছে অনেককে।

কাঙ্খিত টিকিটের জন্য টিকেট প্রত্যাশীরা কমলাপুরে আসা শুরু করেছিলেন আগেরদিন মধ্যরাত থেকে। সারাদিন দাড়িয়ে থেকে টিকেট পেয়ে আনন্দের হাসি হেসেছেন অনেকে।

অগ্রীম টিকেট বিক্রির তৃতীয়দিন ছাড়া হয়েছে, ঈদের আগের শুক্রবার অর্থাৎ ৯ তারিখের টিকেট। তাই টিকেট প্রত্যাশীদের ভিরও ছিলো বেশি। এদিন দেয়া হয়েছে প্রায় ২৮ হাজার টিকেট। টিকিট প্রত্যাশীদের ছিলো নানা অনিয়মের অভিযোগ।

চাহিদার বেশি হওয়ার কারণে যাত্রীদের কাঙ্খিত টিকেট দেয়া যাচ্ছে না বলে জানালেন স্টেশন ম্যানেজার।

এবারে কমলাপুর রেল স্টেশনসহ পাচটি স্টেশন থেকে সারা দেশে রেলের টিকেট বিক্রি হচ্ছে।

আরো পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমলাপুরে ঘরমুখো মানুষের চাপ
কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের চাপ, অতিরিক্ত নিরাপত্তা
কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়
কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
X
Fresh