• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডেঙ্গু সংকট: সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও টাস্কফোর্স চায় ছাত্র ইউনিয়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জুলাই ২০১৯, ১৬:০৭
ছাত্র ইউনিয়ন
ডেঙ্গু ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন

ডেঙ্গু ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে চিকিৎসা গবেষকদের নিয়ে জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে সংকট সমাধানের দাবিও জানিয়েছে সংগঠনটি। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন ছাত্র ইউনিয়ন নেতারা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক অনিক রায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মো. ফয়েজউল্লাহ, ঢাকা মহানগরের সভাপতি জহর লাল রায়, ঢাকা জেলার সভাপতি আরিফুল ইসলাম সাব্বির।

অনিক রায় বলেন, মশা নিধনের ওষুধ ক্রয়ে বড় রকমের দুর্নীতি হয়েছে। দুই মেয়র নিজেদের ব্যর্থতা ঢাকতে কাণ্ডজ্ঞানহীন অসংলগ্ন কথা বলছেন। অথচ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এ অবস্থায় দুই মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি। একইসঙ্গে সকল হাসপাতালে আক্রান্তদের ফ্রি ব্লাড টেস্ট ও মেডিকেল ক্যাম্প চালু করার দাবিও জানান এ ছাত্র ইউনিয়ন নেতা।

------------------------------------------------------------------------
আরো পড়ুন : রাতে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী, কাল সংবাদ সম্মেলন
------------------------------------------------------------------------

অনিক রায় শঙ্কা প্রকাশ করে বলেন, ঈদে ঘর ফেরা মানুষের সঙ্গে ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। অবিলম্বে সংকট সমাধানে দেশের চিকিৎসা গবেষকদের নিয়ে টাস্কফোর্স গঠন করে ডেঙ্গু জ্বর প্রতিরোধে কার্যকর ও স্থায়ী সমাধান করারও দাবি জানান তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh