logo
  • ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ৩১ জুলাই ২০১৯, ১২:৪৬ | আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৪:৪৯
ডেঙ্গু
চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে আজ ও গতকাল পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের তিনজন ঢাকায় ও দুজন বরিশালে। আরটিভির অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। তবে সরকারি হিসেব মতে, এ পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৫ হাজার ৩৬৯ জন রোগী। এর মধ্যে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৫ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।

সরকারি হিসেবে গতকাল পর্যন্ত দেশের ৬০টি জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি ছিল। তবে আরটিভির প্রতিনিধিদের পাঠানো খবরে ৬২ জেলাতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।তবে বেসরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। আজ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের এসআই কোহিনুর বেগম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ১২টায় একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। মেডিকেল কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ঢামেক হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

এদিকে, দেশের ৬১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বরিশালে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন আরো ২৪ ডেঙ্গুরোগী। চট্টগ্রামে ১৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। মানিকগঞ্জে ৪৬ জন ডেঙ্গু রোগী, এর মধ্যে আশঙ্কাজনক পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছে ৪৪ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন আছেন ১১ জন ডেঙ্গু রোগী, জামালপুরে ২১ জন, ঝিনাইদহে ২১, মাদারীপুরে ১৭, সিরাজগঞ্জে ১১ ও ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ৬ জন রোগী শনাক্ত করা হয়েছে।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু জ্বরে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ৫৯৩ জন ভর্তি রয়েছে। 

আরও পড়ুন 

এসজে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়