• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিয়ে প্রতারণা: ইবনে সিনার চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা (ভিডিও)

আরটিভি অনলাইন

  ৩০ জুলাই ২০১৯, ২০:২৬

ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিয়ে ইবনে সিনা হাসপাতালে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দিদার হোসেন এ নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ঢাকা বারের আইনজীবী রমজান আলী সরদার মামলাটি করেছিলেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় আসামিরা হলেন, ইবনে সিনা হাসপাতালের ধানমণ্ডি শাখা চেয়ারম্যান, ইবনে সিনা গ্রুপের চেয়ারম্যান, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং কনসালট্যান্ট হেমাটোলজিস্ট প্রফেসর অবসরপ্রাপ্ত কর্নেল মো. মনিরুজ্জামান।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে দুই সিটির কার্যক্রমে সন্তুষ্ট নয় হাইকোর্ট
---------------------------------------------------------------

বাদী পক্ষের আইনজীবী জানান, অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ভুল রিপোর্ট প্রদান করে ইবনে সিনা বাংলাদেশ দণ্ডবিধির ২৬৯, ২৭০ ও ৪০৬ ধারায় অপরাধ করেছে। তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেছেন বলেও জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh